K. D. R. K. Secondary School
  ||  

Institute Head Profile

Institute Head

SUVASH CHANDRO KUNDU

জীবন জগতের বিচ্ছিন্ন ঘটনার যুগপৎ  সম্মিলনই মানুষকে মননশীল হতে সাহায্য করে, যার কাক্ষিত লক্ষ্য সুদুর প্রসারী। সমায়ের সিড়ি বেয়ে পৃথিবী সামনে এগিয়ে চলেছে।  জ্ঞানের  আলোর ছোয়ায় বিশ্বও আজ হাতের মূঠোয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হওয়া, দক্ষ ও  যোগ্যতা অর্জন এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান ভিত্তিক  সমাজ  বিনির্মাণ ও দেশের  আর্থ সামাজিক  উন্নয়নের  প্রয়োজন  দক্ষ জনশক্তি । এই দক্ষ জনশক্তি তৈরিতে  শতাব্দীর প্রাচীনতম ও ঐতিয্যবাহী বিদ্যাপীঠ কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয় অনন্য ভুমিকা পালন করে আসছে । মাতৃসম প্রতিষ্ঠানটি পল্লী অঞ্চলের ধনী গরীব নির্বিশেষে সকলের জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য, পল্লী অঞ্চলের মাধ্যমিক স্তরে শিক্ষা বিস্তারের জন্য এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও গণ্যমান্য ব্যাক্তিগন চারটি গ্রামের আধ্যাক্ষর নিয়ে মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।  à¦¬à¦¾à¦‚লাদেশের দক্ষিন অঞ্চলের নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া উপজেলাধীন কে,ডি,আর,কে মাধ্যমিক বিদ্যালয়টি ১৯১৭খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি দিঘলিয়া ইউনিয়ন ও কোটাকোল ইউনিয়নের সংযোগ স্থলে ১২০নং মৌজায় ২নং সীট ভুক্ত।বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতান, চারণ কবি বিজয় কৃষ্ণ সরকার, সেতার à¦¬à¦¾à¦¦à¦• উদয় শংকর, রবী শংকর , মোসলেম উদ্দীন বয়াতী ও মাশরাফি বিন-মর্তুজা এর মত গুনিজনের  জন্ম নড়াইলকে  ভিন্ন উচ্চতায় আসীন করেছে।

বহু ত্যাগ তিতীক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার দেশ আমাদের এই বাংলাদেশ। যারা স্বাধীনতা অর্জনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করে পরাধীনতার শৃংখল থেকে  দেশকে মুক্ত করেছেন  তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ শোধ হবে না- শোধ হবার নয়। স্বাধীন ও সার্বভৌম এই দেশ এখন নানা সমস্যায় জর্জরিত। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং খাত সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আজ দূর্নীতি গ্রস্থ। দুর্নীতি নামক রাহুটি সমাজের তৃনমুল পর্যায় থেকে শুরু করে উচ্চপর্যায় পর্যন্ত গ্রাস করেছে। এই অবস্থা থেকে উত্তোরনের জন্য, দেশ ও জাতিকে   সমৃদ্ধির পথে এগিয়ে নিতে, বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে à¦œà¦¾à¦¤à¦¿à¦•à§‡ বাস্তব সম্মত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।  à¦¯à¦¦à¦¿ আমরা প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ গড়ার প্রত্যাশায়  সৎ ও নিষ্ঠার সাথে কাজ করি  এবং   à¦¦à§‚র্নীতির বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলে সমাজ ও জাতির ললাট থেকে দূর্নীতির অভিশাপ মোচন করতে পারি তাহলে এদেশ সুখি ও  সমৃদ্ধির দেশে পরিনত হবে।                     সুভাষ চন্দ্র কুন্ডু -প্রধান শিক্ষক।